#হাবিবুর রহমান, ঢাকা: আষাঢ়ের বিদায়ক্ষণে বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে যেন আকাশ ভেঙে বৃষ্টি নেমে রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট জলে ডুবে গেছে। টানা প্রায় ৪ ঘণ্টা ঝুম বৃষ্টিতে জলের নিচে ঢাকা শহর। ৬০ মিলিমিটার বৃষ্টিতে সড়কে চলাচলরত যানবাহনের ইঞ্জিনে জল ঢুকে গাড়িগুলো বিকল হয়ে পড়েছে। মাঝ সড়কে গাড়ি বিকল হওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজট। সব মিলিয়ে বৃষ্টি, যানজট ও জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছে ঢাকা শহরের বাসিন্দারা।
জানা গেছে, শুক্রবার মধ্যরাত থেকেই ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর সকাল ৬টার দিকে ভারি বৃষ্টি ঝরতে শুরু করে। সকাল থেকে টানা বৃষ্টিতে ঢাকার মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, ইসিবি, বনানী, উত্তরা, শাহবাগ, গ্রিনরোড, মিরপুর, ধানমন্ডি, বাড্ডা, আজিমপুর, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট থেকে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে।ভারী বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে।
সড়কে জল জমে যাওয়ায় গন্তব্যে পৌঁছাতে দিগুণ ভাড়া গুনতে হচ্ছে। তারপরও রিকশা ও সিএনজি পাওয়া যাচ্ছে না। ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় যানজট তৈরি হয়েছে। মূল রাস্তায় হাঁটু জল। হেঁটে যাওয়ার কোনো উপায় নেই। এছাড়াও শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টির কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চত্বরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির জল ঢুকে পড়েছে পুলিশ ক্যাম্প ও হাসপাতালের কয়েকটি ওয়ার্ডে।এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, ঢাকায় প্রচণ্ড বৃষ্টিতে বিভিন্ন এলাকার সড়ক ডুবে গেছে। অনেক গাড়ি বিকল হয়ে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। এজন্য রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যেতে হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামীকাল রোববার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় বাংলাদেশে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।