#মালবাজার: বৃহস্পতিবার সকালে ডুয়ার্সের মেটেলি চাবাগানে বনদপ্তরের পাতা খাঁচায় আটক হলো পূর্ণ বয়স্কা স্ত্রী চিতা বাঘ। জানাগেছে, ডুয়ার্সের অন্যান্য চাবাগানের মতো মেটেলি চাবাগানেও কিছুদিন ধরে চিতাবাঘের উপদ্রব বাড়ছিল।

স্থানীয়দের দাবি অনুযায়ী গত কয়েকদিন আগে চাবাগানের কোঠি লাইন শ্রমিক মহল্লা এলাকার ১৬ নম্বর সেকসনে খাঁচা পাতে। ছাগল দিয়ে নিয়ম করে টোপ দেয়। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা দেখতে পায় খাঁচায় ধরা পড়েছে চিতাবাঘ। মুহুর্তে চিতাবাঘ দেখতে ভীড় জমে যায়।

খবর পেয়ে বন্যপ্রান শাখার খুনিয়া স্কোয়ার্ডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সমেত চিতাবাঘ উদ্ধার করে। খুনিয়া স্কোয়ার্ডের রেঞ্জার সজল কুমার দে জানান, ওটি স্ত্রী চিতাবাঘ। সুস্থ থাকায় বনে ছেড়ে দেওয়া হয়েছে। চাবাগানের শ্রমিকরা জানায়, চাবাগানে আরও চিতাবাঘ রয়েছে। খাঁচা পেতে ধরা উচিত।



