Explore

Search

April 3, 2025 10:59 pm

IAS Coaching

অতি বিরল গোলাপি ডলফিনের নাচ মুগ্ধ করছে বিশ্বকে

#নিউজ ডেস্ক: গোলাপি রঙের অতি বিরল ডলফিন দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। রিপোর্ট অনুযায়ী, নর্থ ক্যারোলিনা উপকূলে ক্যামেরায় ধরা পড়েছিল অত্যন্ত বিরল এই ডলফিনটি। ছবিগুলি X হ্যান্ডেল @1800factsmatter-এ ক্যাপশন সহ শেয়ার করা হয়েছে। তারপর থেকে এটির অসংখ্য ভিউ এবং লাইক জমা পরেছে৷

এমনকি অনেকে ছবিগুলোর কমেন্ট সেকশনে গিয়ে তাদের চিন্তাভাবনা শেয়ার করেছেন।
এখানে এই ছবিগুলিতে লোকেরা কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছে তা দেখুন:“গোলাপী হল সেরা রঙ,” লিখেছেন একজন এক্স ব্যবহারকারী। অন্য একজন যোগ করেছেন, “যদিও গোলাপী ডলফিনের অস্তিত্ব থাকে, তারা শুধুমাত্র মিঠা জলে বেঁচে থাকে।”

গত বছর, ক্যালিফোর্নিয়ায় একদল তিমি পর্যবেক্ষকের সামনে একটি বিরল সাদা রঙের ডলফিন দেখা গিয়েছিল। ক্যাসপার নামের ডলফিনটি তিমি পর্যবেক্ষকদের নৌকার পাশাপাশি সাঁতার কাটে। ক্যাসপারের রঙ অ্যালবিনো বা লিউসিস্টিক অবস্থার ফলাফল বলে মনে করা হয়েছিল। পিগমেন্টেশন হ্রাসের কারণে এমন বলে মনে করা হয়।

Advertisement
Live Cricket Score
upskillninja